Connect with us

Cricket News

IND Vs NZ: আজ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড! দেখে নিন দুইদলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

Advertisement

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আজ মহাকরণের ২২ গজে লাল বলের সিরিজে প্রথম ম্যাচ মাঠে গড়াতে চলেছে। ভারতের সামনে এখন বিশাল লক্ষ্য। ভারত নিউজিল্যান্ড সিরিজের দুটি ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারলে আইসিসি টেস্ট ক্রিকেট পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে আসবে ভারত। আইসিসি আয়োজিত প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয়েছিল ভারত। সামনে সেই পরাজয়ের যোগ্য জবাব দেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের কাছে। তাই কোনভাবেই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেনা টিম ইন্ডিয়া। ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় বাহিনী।

অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর যোগ্য জবাব দিতে প্রস্তুত নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথম টেস্ট ম্যাচে আবার দলে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার অধিনায়কত্বে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এদিকে ভারতীয় দলে আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে। বিরাট কোহলি দায়িত্ব তুলে নেবেন সিরিজের দ্বিতীয় ম্যাচে। দুই দল একাধিক পরিবর্তনসহ আজকের ম্যাচে মাঠে নামতে চলেছে। দুই দলের সামনে এখন একটাই লক্ষ্য, যত সম্ভব বেশি ম্যাচে জয় নিশ্চিত করা। দেখে নিন আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ কেমন হতে চলেছে-

ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ/উমেশ যাদব।

নিউজিল্যান্ডের সম্ভাব্য শক্তিশালী একাদশ: টম ল্যাথাম, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন/নিল ওয়াগনার, টিম সাউদি, আজাজ প্যাটেল, উইল সোমারভিল

Advertisement

#Trending

More in Cricket News