এক ঝটকায় পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নামলো ভারত, বিরাটদের টপকে উপরে উঠে আসলো অস্ট্রেলিয়া

চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাপক জয়ের পর ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করার জন্য একটি বিশাল পদক্ষেপ নিয়ে ফেলেছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয় এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় তাদের জায়গা করে দেবে। আগাগোড়া এই টেস্টকে নিজেদের কব্জায় রেখেছিল জো রুটের বাহিনী। ফলে ঘোর ভরাডুবির মুখে পড়ল ভারতীয় দল। ২২৭ রানের ব্যাবধানে প্রথম টেস্টে পরাজিত হল ভারত।
মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই জয় ইংল্যান্ডকে প্রথম স্থানে এবং পয়েন্ট টেবিলে ৭০.২ শতাংশ পয়েন্ট নিয়ে বসে আছে ইংল্যান্ড। এই সিরিজ জয় তাদের ফাইনালে সম্ভাবনাকে উন্নত করেছে। তাদের ফাইনালে যেতে হলে – ৩-১, ৩-০ অথবা ৪-০ তে জিততে হবে ভারতের বিপক্ষে। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে ভারতকে এখনও পেতে হবে ৭০ পয়েন্ট। সেদিক থেকে বাকি ৩টি টেস্টের মধ্যে কমপক্ষে ২টি টেস্ট জিততেই হবে ও একটি ড্র করলেও চলবে। ২-১ বা ৩-১ সমীকরণে জিতলেই ভারতকে দেখা যাবে ফাইনালে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে বর্তমানে ইংল্যান্ড অবস্থান করায় নিউজিল্যান্ড নেমে আসে ২ নম্বরে যদিও তারা ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড ৭০.০ শতাংশ নিয়ে বসে আছে। তাদের পয়েন্ট ৪২০। অন্যদিকে ভারত ৪৩০ পয়েন্ট পেলেও জয়ের শতাংশ ৬৮.৩ হওয়ায় পয়েন্ট টেবিলের ৪ নম্বরে নেমে গেছে। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩৩২ এবং জয়ের শতাংশ ৬৯.৩।
ভারত বনাম ইংল্যান্ড এই সিরিজ ড্র হলে বা অথবা ইংল্যান্ড ১-০, ২-১ বা ২-০ সমীকরণে জিতলে অস্ট্রেলিয়া আগাগোড়া লাভবান হবে এবং ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপে আছে বিরাটরা। এটা নিয়ে মোট ৪ টি টেস্ট ম্যাচে বিরাটের অধিনায়কত্বে হারলো দল। তবে আত্মবিশ্বাসী বিরাট। তাঁর বিশ্বাস পরবর্তী ম্যাচে ভারত ঘুরে দাঁড়াবে। এক বিবৃতিতে তিনি বলেন, “সামনের টেস্টগুলিতে ফাইটব্যাক করার জন্য আমরা প্রস্তুত। একটি টেস্ট হেরেছি বলে আমরা মোটেই উদ্বিগ্ন নই”।