দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দুর্গ গুড়িয়ে দিল ভারত, ৩১৭ রানের ব্যাবধানে জয় ছিনিয়ে আনল ভারতীয় দল

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনল ভারত। ৩১৭ রানে পরাজয় স্বীকার করল ইংল্যান্ড। ১৩ ই ফেব্রুয়ারী চেন্নাইয়ের চিতাম্বারাম স্টেডিয়ামে শুরু হয় ২য় টেস্ট। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে গো হারান হেরে দুর্দান্ত কামব্যাক করে ভারতীয় প্লেয়ারা। প্রথম ইনিংস থেকে নিজেদের কব্জায় রাখে খেলা। প্রথম ইনিংসে ভারতের স্কোর দাঁড়ায় ৩২৯ রান যা টেক্কা দিকে গিয়ে ইংল্যান্ড হিমসিম খায়। তবে এইদিক থেকে ক্রেডিট যায় যায় ভারতীয় বোলারদের উপর। তাদের বিধ্বংসী বোলিং এর সামনে হুরমুরিয়ে ভেঙ্গে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। কোনরকমে ১৩৪ এর কাছাকাছি নিয়ে যায় রান।
দ্বিতীয় ইনিংসে ভারত করে ২৮৬ রান। যদিও প্রথম দিকে বেশ কয়েকটি বড় উইকেট পরে যায়, বিরাট এবং আশ্বিন অনবদ্য স্কোর তলে। তাদের কাঁধে ভর দিয়ে ভারত পৌঁছায় ২৮৬ তে। মজার বিষয় এই যে এই ইনিংসে কোন প্রভাবশালী ব্যাটসম্যান নন, স্পিনার আশ্বিন সেঞ্চুরি করেন। অন্যদিকে ১ম ইনিংসে হিটম্যান রোহিত ১৬১ রানের লম্বা ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের ১ম ইনিংসে আশ্বিন ৫ টি , ইশান্ত ও প্যাটেল ২ টি এবং সিরাজ ১ টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে প্যাটেল ৫ টি, আশ্বিন ৩ টি ও কুলদীপ ২ টি উইকেট তোলেন।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কোন ভাবেই ক্রিজে টিকে থাকতে পারেননি। দ্বিতীয় ইনিংসের শেষে তাঁরা ১৬৪ রান তুলতে সক্ষম হয়। এবং ৩১৭ রানে পরাজয় স্বীকার করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পৌঁছাতে গেলে এই টেস্টকে ভারতকে যেনোতেনো প্রকারে জিততেই হত। ভারত তা অত্যন্ত সাবলিলভাবে করে দেখিয়েছে। কোনো জায়গায় কোন খামতি রাখেনি তাঁরা। তবে ইংল্যান্ডের কাছেও এখন সুযোগ আছে। ফলে শেষ হাঁসি কে হাসবে তাঁর উত্তর দেবে সময়। এতো বড় ধাক্কা খেয়ে আবার কামব্যাম করার চেষ্টা করবে ইংরেজ বাহিনী।