Cricket News

প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে ভারত

অ্যাডিলেড গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ আজ থেকে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের লড়াই অর্থাৎ বর্ডার-গাভাসকর ট্রফি। মোট ৪টি ম্যাচ খেলা হবে।

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে ভারত। এখনো পর্যন্ত টস জিতে টেস্টে একটাও ম্যাচ হারেননি বিরাট। ২৬টা ম্যাচের মধ্যে জিতেছেন ২১টায় এবং ড্র হয়েছে ৪টি।

গতকাল তো ভারতের প্রথম একাদশ ঘোষিত হয়েছিলই আজ অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করল টসের সময়। ওয়ানডের পর টেস্ট সিরিজেও অভিষেক হল দলের তরুণ অল-রাউন্ডার ক্যামেরুন গ্রিনের।

দেখে নিন দুই দলের প্রথম একাদশ :

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়া : জো বার্নস, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুশনে, স্টিভ স্মিথ,ট্রভিস হেড , টিম পেইন (উইকেটরক্ষক / অধিনায়ক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লিয়ন এবং জশ হ্যাজলউড।

আরও পড়ুন

Back to top button