Cricket NewsIndian Cricket TeamInternational Cricket

করোনা পজিটিভ হলেই ইংল্যান্ড সফর থেকে বাদ! কোহলীদের হুঁশিয়ারি বিসিসিআইয়ের

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ স্থগিত হওয়ার পর, এখন ফোকাস টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক কার্যভারে স্থানান্তরিত হয়েছে। বিরাট কোহলি অ্যান্ড কোং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২ জুন ইংল্যান্ডের বিমানে উঠবে। তার আগে ৮ দিনের জন্য কঠোর কোয়ারান্টিনে থাকতে হবে ভারতীয় প্লেয়ারদের। মুম্বইতে নিভৃতবাসে থাকার সময় করোনা আক্রান্ত হলে সেই ক্রিকেটারকে বাদ দিয়েই ইংল্যান্ড যাবে ভারতীয় দল, বোর্ড কোনোভাবেই ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই।

এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ডব্লিউটিসি ফাইনাল শুরু হচ্ছে ১৮ জুন। থ্রি লায়ন্সের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজ ৪ আগস্ট শুরু হবে এবং ১০ সেপ্টেম্বর থেকে শেষ হবে চূড়ান্ত টেস্ট দিয়ে। ইংল্যান্ড যাত্রা শুরুর আগে ২৫ মে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন কোহলি, রোহিতরা। ভারতে ৮ দিনের জন্য সুরক্ষা বলয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। হোটেল রুমেই বন্দি থাকতে হবে তাদের। ৮ দিন বলয়ে থাকার পর চার্টার ফ্লাইটে ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। সেখানে শুরু হবে ১০ দিনের কোয়ারান্টিন।

তবে ইংল্যান্ডে কোয়ারান্টিনে থাকার সময় মাঠে অনুশীলনে করতে পারবেন প্লেয়াররা। ঝুঁকি এড়াতে নিয়মিত করোনার পরীক্ষা চলবে। এই সবের মাঝেও স্বস্তির খবর এই যে দীর্ঘ ৩ মাসের লম্বা সফরে খেলোয়াড়রা পাশে পাবে পরিবারকে। মানসিক ক্লান্তি এড়াতেই পরিবারকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিসিসিআই। পরিবারকেও মেনে চলতে হবে কোভিড বিধি।

আরও পড়ুন

Back to top button