Cricket News

ঘোষিত হল অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, দলে নেই রোহিত

টেস্টে নতুন মুখ মহম্মদ সিরাজ, টি-২০ তে বরুণ চক্রবর্তী

চলতি  আইপিএলে হ্যামস্ট্রিং চোটের জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। ভারতের টেস্ট দলে ফিরেছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব এবং নতুন মুখ মহম্মদ সিরাজ। কদিন আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুটি মেডেনের রেকর্ড গড়েছিলেন এই পেস বোলার। টি-২০ দলে সুযোগ পেলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী।

ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া এই চার ম্যাচের টেস্ট সিরিজ থেকে প্রত্যাশিতভাবে বাদ পড়েছেন ইশান্ত শর্মা। আইপিএলের শুরুতে চোট পান এই পেসার। বিসিসিআই এক বিবৃতি দিয়ে বলেছে, তারা রোহিত শর্মা ও ইশান্ত শর্মার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

আগামী ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুটি ওয়ানডে হবে সিডনিতে। ১ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ক্যানবেরাতে, তিন দিন পর ৪ ডিসেম্বর ওখানে হবে সিরিজের প্রথম টি-২০। তারপর আবার দুই দল সিডনিতে ফিরে ৬ ও ৮ ডিসেম্বর বাকি দুটি টি-২০ খেলবে।

পরে চার ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। প্রথম পাঁচ দিনের ম্যাচ হবে অ্যাডিলেডে ১৭ ডিসেম্বরে। মেলবোর্নে এ বছর বক্সিং ডে টেস্ট হবে না। ঐতিহ্যবাহী এই ম্যাচটি হবে ২৬ ডিসেম্বর অ্যাডিলেডে। ৭ জানুয়ারি সিডনিতে হবে তৃতীয় টেস্ট। ১৫ জানুয়ারি সফরের শেষ টেস্ট হবে ব্রিসবেনে।

টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে (সহ অধিনায়ক), হানুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ।

টি-২০ দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ অধিনায়ক ও উইকেরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী।

ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

আরও পড়ুন

Back to top button