Cricket News

মোতেরায় ভারত-ইংল্যান্ড গোলাপী বল টেস্ট

এক বছর আগে নভেম্বর ২২ তারিখ থেকে ঐতিহাসিক ইডেন টেস্ট দিয়ে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলেছিল বাংলাদেশ ও ভারত। এবার ভারতের মাটিতে দ্বিতীয় গোলাপী বল টেস্ট হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। ২৪ ফেব্রুয়ারি মোতেরাতে হবে এই দিন -রাত্রির টেস্ট।

৪ ম্যাচ টেস্ট সিরিজের পর ভারতে-ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজ শুরু হবে ১২ মার্চ থেকে। ৫টি ম্যাচই আহমেদাবাদে। একদিন পরপর হওয়া ম্যাচগুলির শেষ ম্যাচ ২০ মার্চ। এরপর দুই দল চলে যাবে পুনেতে ওয়ানডে সিরিজ খেলতে। সেখানে প্রথম ওয়ানডে ম্যাচ ২৩ মার্চ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ মার্চ।

২০২০ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইংল্যান্ডের ভারত সফরের কথা ছিল। করোনা মহামারির কারণে ভারত ও ইংল্যান্ডের দেশের সম্মতিতে সেটা পিছিয়ে দেওয়া হয়। সেই সিরিজই এবার হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামে ১ লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারবেন। ভারতীয় দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিচ্ছে বিদেশের মাটিতে প্রথম গোলাপী বলের টেস্ট খেলার জন্য। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়েই শুরু হবে টেস্ট সিরিজ।

আরও পড়ুন

Back to top button