Cricket NewsIndian Cricket Team

অবশেষে বিবাহ সম্পন্ন হল জসপ্রিত-সঞ্জনার, দেখে নিন নবদম্পতির বিয়ের ছবি

অবশেষে সম্পন্ন হল জনপ্রিয় ক্রিকেট তারকা জসপ্রিত বুমরার বিবাহ। তাঁর বিবাহ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটল আজ। সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। গোয়াতে বিলাসবহুলভাবে অনুষ্ঠিত হয় বিয়ের আসর।

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের ঠিক আগে ব্যক্তগত কারণ দেখিয়ে বিসিসআই এর থেকে ছুটি চেয়ে বসেন বুমরা। কি কারণে এই ছুটি তা নিয়ে কৌতূহল ওঠে ক্রিকেট মহলে। অবশেষে বিসিসিআই এরই এক কর্মকর্তা ফাঁস করেন যে বিবাহের জন্যই ছুটিতে গেছেন তারকা। তবে পাত্রী ক তা নিয়ে বেশ বিভ্রাট দেখা গিয়েছিল। বুমরা কখনোই তাঁর ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। দিন কয়েক আগে আলোচনা ওঠে দক্ষিণের অভিনেত্রী অনুপমার সাথে সম্পর্কে জড়িত পেসার বুমরা। তবে সেই বিভ্রাট দূর করেন অভিনেত্রী মা। তিনি স্পষ্টভাবে জানান বুমরার সাথে অনুপমার সেরকম কোনো সম্পর্ক নেই, তাঁরা বন্ধু মাত্র। অবশেষে জানা যায় টেলিভিশন সঞ্চালিকা সঞ্জনা গানেসানকে বিবাহ করবেন তিনি।

কোভিড পরিস্থিতির কথা মাথাতে রেখে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের একান্ত ঘনিষ্ঠ লোকজনই। সম্প্রতি তাঁদের বিবাহ সম্পন্নের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে বুমরা লেখেন, ” আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন। প্রেমের ভেলায় ভেসে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করলাম। আমাদের বিয়ের খবর ও আমাদের আনন্দ শেয়ার করতে পেরে আমরা অভিভূত।” নবদম্পতিকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি, চাহাল সহ বাকি সতীর্থরা।

আরও পড়ুন

Back to top button