Cricket News

ধোনি যে ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে পারবেন কখনোই ভাবতে পারেননি কাইফ

কখনই ভাবেননি ধোনি জাতীয় দলে একদিন অধিনায়কত্ব করবেন। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

ধোনির আন্তৰ্জাতিক অভিষেকে ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন কাইফ। তিনি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এসে জানালেন ধোনিকে প্রথম দেখার অভিজ্ঞতা।

২০০৪ সালের ২৩ ডিসেম্বর ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। সেই ম্যাচেই মাত্র ১ বলে ০ রান করে রান আউট হয়ে যান ধোনি। কাইফের ১১০ বলে ৮০ রানের ওপর ভর করে ভারত বাংলাদেশকে সেই ম্যাচে ৮ উইকেটে হারায়।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে কাইফ জানালেন, “প্রথমবার আমি ধোনিকে দেখি দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনের অধিনায়কত্ব করার সময়। সেই সময় ধোনি ইস্ট জোনের হয়ে খেলছিল, অধিনায়ক নয়, উইকেটকিপার হিসাবে। তার আগেই অবশ্য ও ইন্ডিয়া-এ খেলে ফেলেছে।”

ধোনির অভিষেকের সময় কাইফকে তাঁর এক বন্ধু জানান, ধোনির উপর নজর রাখতে। সেই দলে ছিলেন জাহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং-রা। কিন্তু কেউই ভাবতে পারেননি ধোনি একদিন জাতীয় দলের নেতা হবেন।

কাইফ এই প্রসঙ্গে বলেন, “লখনউয়ে আমার একজন বন্ধু থাকে। সে আমাকে বলেছিল, ওই ছেলেটার দিকে নজর রাখিস-লম্বা চুল, ওঁর মত ছয় মারতে কখনো দেখিনি। সেই সময় আমরা যারা খেলছিলাম- আমি, জাহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং কেউই প্রথমবার দেখে ভাবতে পারিনি, ধোনি একদিন জাতীয় দলের অধিনায়ক হবে। দলকে এমন উঁচুতে তুলবে।”

Related Articles

Back to top button