সুস্থ হয়েই গলফ কোর্সে কপিল

ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব অক্টোবর মাসের ২৩ তারিখ আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। এরপর চিকিত্সা হয়। টানা দু’দিন পর তিনি বাড়ি ফেরেন ২৫ অক্টোবর। আর এই কয়েকদিনে সুস্থ হয়ে নেমে পড়লেন গলফ কোর্সে ও। দেশের ক্রীড়াপ্রেমীরা ও যা দেখে খুশি। সোশ্যাল মিডিয়ায় তার গল্ফ খেলার একটি ভিডিও পোস্ট করেন। লেখেন ,”হ্যালো বন্ধুরা,গলফ কোর্স বা ক্রিকেট গ্রাউন্ডে এসে যে মজা সেটা শব্দে প্রকাশ করা যাবে না। গলফ কোর্সে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। মজা করছি। বন্ধুদের সাথে গলফ খেলছি। এভাবেই তো জীবন এগিয়ে চলে।”
Good to be back on the Golf Course …. pic.twitter.com/M3V6D7KEoF
— Kapil Dev (@therealkapildev) November 12, 2020
৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক এর ক্রিকেট বাদে অন্যতম প্রিয় খেলা গলফ। তিনি গলফ কোর্সে চলে যান সময় পেলেই। আর তাই হয়তো নিজের অন্যতম প্রিয় জায়গায় ফিরে গেলেন সুস্থ হতেই। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব মহাসপ্তমীর দুপুরে হঠাত্ই হূদরোগে আক্রান্ত হলে তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানে তার এনজিওপ্লাস্টি করেন ডাক্তার অতুল মাথুর।
কাপিল দেভ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন। তার উপর এই হার্ট অ্যাটাক হয় তাঁর। তার সুস্থতা কামনা করতে থাকে গোটা দেশ। ফলে সুফল মেলে মাত্র দু’দিনের মধ্যেই। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৫ অক্টোবর।