Cricket News

কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট এদের টি-২০ দলে রাখাই হল না!

উইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল  ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে টি-২০ দলে রাখা হয়নি ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসনকে। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট দলে ঠিকই রয়েছেন এই  দুজন। এছাড়া টি-২০ দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে দুজন খেলোয়াড়কে।

নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার কলিন মুনরো বিগ ব্যাশে পার্থ স্কচার্সের সঙ্গে চুক্তি থাকায় জাতীয় দলের হয়ে এই সিরিজটি খেলতে পারবেন না। তার জায়গায় প্রথমবারের মতো টি-২০ দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ঘরোয়া টি-২০ ক্রিকেটে তার ভাল পারফরম্যান্সের জন্যই জাতীয় দলে জায়গা করে নিলেন। ২০ ওভারের দলে প্রথমবার ডাক পাওয়া অন্য খেলোয়াড়টি  হলেন ডানহাতি পেসার কাইল জেমিসন। জেমিসন এর অরে ২টি টেস্ট খেলে ৯টি উইকেট এবং ২টি ওয়ানডে খেলে ৩টি উইকেট পেয়েছেন।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-২০ সিরিজটিতে অধিনায়কত্ব করবেন টিম সাউদি। তবে টেস্ট সিরিজের অধিনায়ক থাকছেন উইলিয়ামসনই।

আগামী ২৭ নভেম্বর থেকে অকল্যান্ডে শুরু হবে টি-২০ সিরিজ। এরপর ২৯ তারিখ দ্বিতীয় এবং ৩০ তারিখ টি-২০ সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে। টি-২০ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচটি খেলা হবে মাউন্ট মাউনগানুই তে। টেস্ট সিরিজের জন্য দলের খেলোয়াড়রা অনুশীলন শুরু করবেন ৩০ নভেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, হ্যামিল্টনে। দ্বিতীয় তথা শেষ টেস্টটি ১১ ডিসেম্বর থেকে হ্যামিল্টনে শুরু হবে।

নিউজিল্যান্ডের টি-২০ দল :
টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), রস টেলর।

নিউলিল্যান্ডের টেস্ট দল : 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), উইল ইয়ং।

আরও পড়ুন

Back to top button