Cricket News

কিউয়িদের টেস্ট সিরিজের দল ঘোষিত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার মিচেল সান্তনার। সদ্যই কাফ ইনজুরি থেকে সুস্থ হওয়া আজাজ প্যাটেলের পরিবর্তে সান্তনারকে দলে সুযোগ দেওয়া হয়েছে। চোটের জন্য দলে সুযোগ হয়নি অল-রাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের। তার পরিবর্তে নেওয়া হয়েছে বোলিং অলরাউন্ডার ড্যারেল মিচেলকে।

চোট থেকে সুস্থ হলেও দলে সুযোগ হয়নি ম্যাট হেনরির। চলতি সপ্তাহে সফরকারী পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন মিচেল। এদিকে এক টেস্ট পরই দলে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে তিনি এই মাসের শুরুতে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেননি। আগামী ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, টম ব্লান্ডেল, রস টেলর, হেনরি নিকলস, বি জে ওয়াটলিং, ড্যারিল মিচেল, মিচেল সান্তনার, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট ও উইল ইয়াং।

আরও পড়ুন

Back to top button