Cricket News

দলের প্রয়োজনে যেকোনো পজিশনেই ব্যাট করবেন লাবুশেন

ভারতের বিপক্ষে টেস্টে ওপেনিং কম্বিনেশন নিয়ে এখনও চিন্তিত অস্ট্রেলিয়ান টিম ম‍্যানেজমেন্ট। ওয়ার্নার, পুকোভস্কি চোট পাওয়ার দরুন খেলতে পারবেনা প্রথম টেস্ট ম‍্যাচে।

এহেন পরিস্থিতিতে দলের স্বার্থে এগিয়ে এলেন মার্নাস লাবুশেন। তিনি জানিয়েছেন দলের প্রয়োজনে ১ থেকে ৩ এর মধ্যে যেকোনো পজিশনে ব‍্যাটিং করতে প্রস্তুত তিনি।

এই মুহুর্তে তিন নম্বরে ব‍্যাটিং করতে নামার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন লাবুশেন। তবুও এক হোক অথবা দুই যেকোনো পজিশনেই খেলতে নামতে প্রস্তুত তিনি।

গত মরশুমে পুরোটাই তিন নম্বর পজিশনে ব‍্যাটিং করেছিলেন অস্ট্রেলিয়ার ভবিষ্যতের তারকা। দেশের এখনও অবধি ১৪টি টেস্ট ম‍্যাচ খেলেছেন এই প্রতিভাবান অস্ট্রেলিয়ান ব‍্যাটসম‍্যান। ১৪টি টেস্টে তার পারফরম্যান্স নজরকাড়া। ২৬ বছরের লাবুশেন করেছেন ১৪৫৯ রান। যার মধ্যে রয়েছে ৮টি অর্ধশতরান ৪টি শতরান ও ১টি দ্বিশতরান। সর্বোচ্চ স্কোর ২১৫।

ব্যাটিংয়ের পাশাপাশি তিনি লেগস্পিন বোলিংও করতে পারেন। তিনি বোলিং প্রসঙ্গে জানিয়েছেন দলের প্রয়োজনে বোলিং করতেও চান। শেষ ম্যাচ মরশুমে পঞ্চম বোলিং অপশন হিসাবে লাবুশেন বল করেছেন। তাই এটা তার কাছে নতুন কিছু নয়। তিনি সবসময় নিজেকে তৈরি রাখছেন বোলিংয়ের জন্য এবং বোলিং করার সুযোগ পেলে সেই সুযোগটাকে কাজে লাগাতে চান। দেশের হয়ে ১৪ ম্যাচে বল হাতে ১২টি উইকেট সংগ্রহ করেছেন এই তরুণ।

আরও পড়ুন

Back to top button