
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বর্তমানে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে জয় অর্জন করতে পারলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। বিরাট কোহলির হাত ধরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের পরাজিত করে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে টিম ইন্ডিয়া। এখনো পর্যন্ত ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে সবচেয়ে সফল। এই মাঠে দুটি টেস্ট খেলে দুটিতেই জয় ছিনিয়েছে ভারত।
এদিকে আগামীকাল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ। বিগত দুবছর ধরে তার ব্যাট থেকে নেই কোন তিন অঙ্কের ইনিংস। আগামীকাল একটি শতরানের ইনিংস খেলতে পারলেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং-এর সাথে যুগ্মভাবে সর্বোচ্চ শতরানকারী তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন বিরাট কোহলি। ইতিপূর্বে প্রথম টেস্টে দুর্দান্ত শুরু করলেও অফস্ট্যাম্পের বাইরের বলে আউট হয়ে নিরাশ হতে হয় তাকে।
জোহানেসবার্গে মাঠে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করার হাতছানি কোহলির সামনে। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান জন রিড ২ ম্যাচে ৩১৬ রান করে সব থেকে উপরে রয়েছেন। সমসংখ্যক টেস্ট ম্যাচে মাত্র ৬ রান কম রয়েছে কোহলীর। অর্থাৎ জোহানেসবার্গে মাত্র ৭ রান করলেই রিডকে টপকাতে পারবেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকায় সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ১১ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৬২৪ রান। অধিনায়ক ৬ ম্যাচ মাত্র খেলেছেন। তাতেই তাঁর ঝুলিতে সংগ্রহ ৬১১ রান।
শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসাবে বিরাটের সামনে রয়েছে কিংবদন্তী স্টিভ ওয়াকে ছোঁয়ার সুযোগ। টেস্ট ক্রিকেটে ৪১ ম্যাচ নেতৃত্ব দিয়ে জিতেছেন স্টিভ। কোহলির ঝুলিতে রয়েছে ৪০টি ম্যাচে জয়। জোহানেসবার্গে জিতলে সব থেকে সফল টেস্ট অধিনায়কদের তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত সফলতম অধিনায়ক তিনিই।
