Connect with us

Cricket News

Virat Kohli: পাক্ অধিকৃত কাশ্মীরে খেলুক বিরাট কোহলি! আমন্ত্রণ জানালেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

Advertisement

দীর্ঘদিন ধরে রান পাওয়ার জন্য প্রানপনে লড়াই করে চলেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের পর বিশ্বের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগেও চরম ব্যর্থ হয়েছেন কোহলি। কিন্তু তারপরেও ব্র্যান্ড ভ্যালু কমেনি একটুও। রোহিত কিংবা কে এল রাহুল নন, কাশ্মীরে খেলার জন্য ডাক পেতে চলেছেন বিরাট কোহলি! জানা গেছে, আইপিএলের ধাঁচে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নতুন প্রিমিয়ার লীগের আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেখানে সৌহার্দ্যের প্রতীক হতে পারেন বিরাট কোহলি এমনটাই সূত্রের খবর।

সূত্রের খবর, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ এমন প্রস্তাব রেখেছেন। সংশ্লিষ্ট প্রতিযোগিতার ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করছেন রশিদ লতিফ। তিনিই প্রতিযোগিতার সভাপতি আরিফ মালিককে এই প্রস্তাব দিয়েছেন বলে খবর। রসিক লতিফ আরও জানিয়েছেন, যদি সবার সম্মতি মেলে তবে খুব শীঘ্রই বিসিসিআইয়ের কাছে এই প্রস্তাব পাঠাতে চান তিনি। তবে উক্ত প্রতিযোগিতায় বিরাট কোহলির অংশগ্রহণ সম্পূর্ণ নির্ভর করবে বিরাট কোহলির ইচ্ছার ওপর বলেও জানিয়েছেন রশিদ লতিফ।

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন দু’দেশের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের আসরে বেশকিছু বিঘ্ন এসেছে। তাই সম্পর্ক সরল করতে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত তিনি। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি পাকিস্তানে উইকেট-রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও প্রার্থনা করেছেন যেন খুব শীঘ্রই বিরাট কোহলি ফর্মে ফিরে আসেন। তিনি মনে করেন, বিরাট কোহলি-চেতেশ্বর পুজারা তাদেরই অংশ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় চেতেশ্বর পূজারার সাথে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন তিনি। একসাথে একই দলের জন্য কাউন্টি খেলছেন চেতেশ্বর পুজারা এবং মোহাম্মদ রিজওয়ান।

Advertisement

#Trending

More in Cricket News