আরও এক বছর পার্থ স্কচার্সে লিভিংস্টোন

২০২০-২১ বিগ ব্যাশ লিগে খেলার জন্য পার্থ স্কচার্সে সি করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান লায়াম লিভিংস্টোন। এটা পার্থ স্কচার্সে তাঁর দ্বিতীয় বছর হতে চলেছে। এর আগে গত বছর এই বিবিএল দলটির হয়ে সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাট থেকে।
২০১৯-২০ বিগ ব্যাশ লিগে ১৪২.৬২ স্ট্রাইক রেটের ৩০.৩৬ অ্যাভারেজে ৪২৫ রান করেন লিভিংস্টোন। জহ ইনগ্লিসের সঙ্গে তাঁর ওপেনিং পার্টনারশিপ টা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাঁরা তিনজন মিলে তিনটি শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।
পার্থ স্কচার্সে ফিরে এসে লায়াম লিভিংস্টোন জানান,’পার্থের হয়ে শেষ মরশুমে আমার পারফরম্যান্স খুব ভাল ছিল। এবারো সেই দলে ফিরে এবং কমলা জার্সিতে কবে মাঠে নামব সেই অপেক্ষায় রয়েছি। ইঙ্গোর সঙ্গে আমি ওপেনিং পার্টনারশিপটা বেশ উপভোগ করেছিলাম। আমরা আশাবাদী সেই পার্টনারশিপ এবারেও করতে পারব। পার্থ স্কচার্সের বি ব্যাশ লিগে স্মরণীয় একটি ইতিহাস রয়েছে। আমি আশাবাদী এবারের শুরুটাও ভাল করবো এবং আরও একটা বিগ ব্যাশ লিগ জিতবে পার্থ স্কচার্স।
দলের কোচ অ্যাডাম ভোগাস বলেছেন,’বিবিএল ১০ এ লিয়াম আবার খেলার আগ্রহ প্রকাশ করায় আমি খুব খুশি। শেষ মরশুমে ও যথেষ্ট ভাল পারফরম্যান্স করে এবং সবথেকে বেশি রান সংগ্রাহক এর তালিকায় শীর্ষে শেষ করেছিল। এর পাশাপাশি ওর লেগ স্পিন এবং দুরন্ত ফিল্ডিংটাও দলের প্লাস পয়েন্ট। দেশের হয়ে এখনও পর্যন্ত লিভিংস্টোন ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৩৮, সর্বোচ্চ ২২। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর সংগ্রহ ৭০ রান। সর্বোচ্চ স্কোর ৪৪ রান। এখন দেখার ২০১৯-২০ মরশুমের মতো আগামী মরশুমেও লিভিংস্টোনের ব্যাট থেকে রানের ফুলঝুরি আসতে পারে কী না।