করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ

এবার করোনায় আক্রান্ত হলেন আরো একজন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করা হচ্ছে। তারই অংশ হিসেবে কোডিভ টেস্ট করেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের রিপোর্ট পজেটিভ আসলেও নেগেটিভ এসেছে সাকিব আল হাসানের।
পিএসএলে মাহমুদউল্লাহর খেলার কথা ছিল মুলতান সুলতানের হয়ে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ হয় তাঁর। এখন দলটিকে মাহমুদউল্লাহর বদলি খুঁজতে হবে। এখন সময়মতো সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভার করছে তাঁর বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে খেলা।
পিএসএল যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। লাহোর কালান্দার্সের ওপেনার ক্রিস লিনের জায়গায় খেলবেন তিনি। ১০ নভেম্বর পাকিস্তানে রওনা হওয়ার কথা তামিমের। আজ করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। অপেক্ষায় আছেন পরীক্ষার ফলাফলের।
মাহমুদুল্লাহ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর অনুরাগীরা বেশ চিন্তিত। এখন দেখার কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আবার ২২ গজে ফিরতে পারেন।