
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে মোহাম্মদ সামির পারফরম্যান্স দেখে মোহিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাই ম্যাচ শেষে মোহাম্মদ সামির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল তাকে। বলতে গেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় অর্জনে মোহাম্মদ সামির গুরুত্ব অপরিমেয় ছিল। বিরোধীদলকে বলতে গেলে প্রায় একাই প্যাভিলিয়নে পাঠিয়েছেন মোহাম্মদ সামি। ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেন সামি। দ্বিতীয় ইনিংসে নেন আরো ৩ উইকেট। অর্থাৎ ২০ উইকেটের মধ্যে মোহাম্মদ সামির নামে ৮ উইকেট। তাই বিরাট কোহলির মন্তব্য যুক্তিসম্মত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দক্ষিণ আফ্রিকা সফরে ইতিপূর্বে ভারত কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে এবার সেই স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় বোলাররা। ব্যাটসম্যানরা ব্যাট হাতে রান না পেলেও বিধ্বংসী বোলিং করছেন ভারতীয় পেসাররা। বিরাট কোহলি ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে বলেন, “বিশ্বমানের পারফরম্যান্স দিয়েছে মোহাম্মদ সামি। আমার কাছে ও বিশ্বের সেরা তিন সিমারদের মধ্যে একজন। যে পিচ থেকে বাকি বোলররা সেভাবে সুবিধা করতে পারে না, সেখানেই সামি সাফল্য লাভ করে। এটা হয় শুধুমাত্র ওর সিম পজিশন লেন্থের জন্য।”
উল্লেখ্য, চলতি সিরিজে মোহাম্মদ সামি ভারতীয় পঞ্চম পেস বোলার হিসেবে ২০০ উইকেট দখল করে এলিট ক্লাবে প্রবেশ করেছেন। সেই প্রসঙ্গ টেনে এনে বিরাট কোহলি বলেন, “ওর ২০০ উইকেটের জন্য আমি খুশি। আরও একটা পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ম্যাচে।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে। প্রথম ইনিংসে কে এল রাহুল এবং মায়ানক আগারওয়ালের দুর্দান্ত জুটিতে ৩২৭ রান করে ভারত। জবাবে মাত্র ১৯৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ হন। কিন্তু প্রথম ইনিংসে ১৩০ রানের লিড থাকায় দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৪ রান সংগৃহীত হলেও দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা স্থির হয়। জবাবে পঞ্চম দিনের সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে পরাজিত করে বর্তমানে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
