Cricket News

করোনামুক্ত হলেন বাংলদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক

করোনাভাইরাস মুক্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তার দ্বিতীয়বারের করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ায় শিগগিরই তিনি আবার মাঠে ফিরতে যাচ্ছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মুমিনুল নিজেই। দ্বিতীয়বার কোভিড টেস্টে মুমিনুলের করোনা নেগেটিভের খবর পাওয়ায় তার ভক্তরা খুবই খুশি।

এর আগে গেল ১০ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজনই হোম আইসোলেশনে ছিলেন।

মুমিনুল হক বলেন, “একটা বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা। যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-২০ কাপের নিলামে দল পান মুমিনুল হক। তাকে দলে নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম।

আরও পড়ুন

Back to top button