Cricket NewsIPL League

নিলামে এই প্লেয়ারকে কেনায় শক্তি বেড়েছে কেকেআরের, জানালেন মর্গ্যান

প্রথম ওয়ানডেতে চোটের কারণে পুনেতে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি ওয়ানডে মিস করেছিলেন মর্গ্যান। ইংল্যান্ড অধিনায়ক প্রথম ওয়ানডেতে তাঁর আঙ্গুলে গুরুতর চোট পান এবং এর জন্য চারটি সেলাইয়ের প্রয়োজন হয়। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মর্গান বলেন তিনি আগের থেকে অনেক ভালো আছেন। তিনি জানান এই মরশুমে হরভজন সিংকে দলে যুক্ত করায় কেকেআরের শক্তি আরও বেড়েছে।

দলে হরভজন সিং-এর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মর্গান বলেন, “আমি মনে করি আমাদের দলে হরভজনকে যুক্ত করায় আমাদের স্পিন বিভাগ আরও শক্তিশালী হয়ে উঠেছে। আপনি যদি আমাদের স্পিন বিভাগের দিকে তাকান, তাহলে দেখবেন এটা দলের অন্যতম সেরা দিক। আমাদের চেন্নাইয়ে খেলতে হবে এবং সেখানে স্পিনাররা বিপক্ষ দলকে বিপদে ফেলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রসিধ কৃষ্ণ ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে তার ওয়ানডে অভিষেক হয়েছে। এখন মর্গান আসন্ন আইপিএলে ভারতীয় পেসারের নেতৃত্ব দেবেন। ভারতের হয়ে প্রসিধের অভিষেক সম্পর্কে বলতে গিয়ে মর্গান বলেন, “প্রসিধের অভিষেকের পর টসে জিতে ফেরার পথে আমি গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছি। প্রসিধকে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখে এবং অভিষেক ম্যাচেই এতো ভালো পারফরমেন্স করতে দেখে দারুণ লাগছে। আমার বিশ্বাস প্রসিধ এবছর কেকেআর দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করবে, গত মরশুমেও সে ভালো খেলেছিলো।”

এ বছর কেকেআর তাদের ব্যাটিং অর্ডার নিয়ে নমনীয় হবে কিনা জানতে চাইলে মর্গান বলেন: “সপ্তাহের শেষের দিকে আমরা সবাই একত্রিত হব যেখানে আমরা আমাদের পরিকল্পনা এবং চিন্তা নিয়ে আলোচনা করব। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারের মধ্যে নমনীয়তা দেখাতে পারি। দীনেশ কার্তিক, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসানের ব্যাটিং অর্ডারে পরিস্থিতি অনুযায়ী রদ বদল করতে পারি। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট যেখানে সবচেয়ে বড় খেলোয়াড় আছে। এখানে সবকটি দলই সমান শক্তিশালী।” আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে। ১১ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর।

আরও পড়ুন

Back to top button