পার্থ স্কচার্সে হার্ড হিটার মুনরো

আসন্ন বিগ ব্যাশ লিগের জন্য নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিং মুনরোকে সই করাল পার্থ স্কর্চার্স। এই বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাতিল হওয়ার জন্য পুরো বিগ ব্যাশ লিগেই মুনরোকে পাচ্ছে পার্থ স্কচার্স। দলে যোগ দিয়ে মুনরো বলেন, “বিগ ব্যাশ লিগ শুরু হওয়ার পর থেকেই যে দলটা দারুণ ক্রিকেট খেলছে সেই দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। পার্থ স্কচার্সে রোগ দেওয়া আমার কাছে খুবই স্পেশাল।”
বিবিএলের এই দলে যোগ দিয়ে তিনি আরও জানান, “স্কর্চার্সের দলে সব তারকা ক্রিকেটার রয়েছে। তাই এই দলে যোগ দিয়ে গ্রীষ্মে তাদের সঙ্গে খেলাটা খুবই উত্তেজনাপূর্ণ হবে।”
আইসিসির টি-২০’র তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন মুনরো। তার দলে লায়াম লিভিংস্টোন ও জেসন রয়ের মতো টি-২০’র তারকা ক্রিকেটার রয়েছে। এইবছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স কে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বিশেষ অবদান ছিল মুনরোর। টুর্নামেন্টে ১৩৩.৫৪ স্ট্রাইক রেটে ২০৫ রান করেন তিনি যার মধ্যে ছিল ২টি অর্ধশতরান।
স্কর্চার্সের প্রধান কোচ অ্যাডাম ভোগাস তার দলে যোগ দেওয়া প্রসঙ্গে জানান, “আগ্রাসী ব্যাটিং করে বিপক্ষ দলের থেকে খুব তাড়াতাড়ি ম্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতার জন্য এই গ্রীষ্মে আমাদের দলে তার যথেষ্ট প্রভাব রয়েছে। কলিনকে আমাদের দলে স্বাগত জানাতে আমরা তৈরি।”
All the best at the Canes Tim #BBL10 #MADETOUGH pic.twitter.com/yJHudNPJMm
— Perth Scorchers (@ScorchersBBL) November 13, 2020