সাকলায়েন মুস্তাকের ছবি আঁকলেন মুরলিধরন

দুজনেই ছিলেন স্পিন গ্রেট। তাদের মুখোমুখি লড়াই দেখা ছিল দর্শকদের জন্য চরম উত্তেজনার ঘটনা। সেই দুজন হলেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন আর পাকিস্তানের স্পিন গ্রেট সাকলায়েন মুশতাক। মাঠে একে অন্যের চরম প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তারা ছিলেন বন্ধু। সেই বন্ধুত্ব এখনও অটুট।
দুজনেই ক্রিকেট ক্যারিয়ার শেষ করেছেন অনেকদিন হলো। সেই সময়ের কিংবদন্তিদের নিয়ে আয়োজন করা হয়েছিল মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। সেই সময় তাদের পুনর্মিলন হয় এবং মুরলিধরন তার বন্ধুর একটা ছবিও এঁকে ফেলেন। নোটপ্যাডে আঁকা সেই ছবিতে আবার রংও করা হয়েছে।
My dear friend from Srilanka the great Murli draw my pic during Mcl, just want to share with you the art of the legend. pic.twitter.com/KWbExQSnVR
— Saqlain Mushtaq (@Saqlain_Mushtaq) November 13, 2020
ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে বল নিয়ে আরেক হাত পেছনের দিকে দাঁড়িয়ে আছেন সাকলায়েন। জার্সি নম্বর ৯। এই ছবি টুইট করে সাকলাইন লিখেছেন, “আমার প্রিয়বন্ধু শ্রীলঙ্কার মুরলি এমসিএল চলাকালীন এই ছবিটি এঁকেছে। একজন কিংবদন্তির শিল্পকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করলাম।”