Cricket News

শেষ দুই টেস্টে ভারতীয় দলে উমেশের জায়গায় টি নটরাজন

উমেশ যাদবের (Umesh Yadav) জায়গায় শেষ দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হল টি নটরাজনকে (T Natarajan)। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে নজর কেড়েছিলেন নটরাজন (Natarajan)। আর তাই টেস্ট সিরিজেও অভিষেক হতে চলেছে এই পেসারের।

এই প্রসঙ্গে বিসিসিআই শুক্রবার জানিয়ে দিয়েছে, উমেশ যাদবের জায়গায় বাকি দুই টেস্টে দলে এলেন টি নটরাজন।

আর উমেশ যাদব ও মহম্মদ সামি আপাতত বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকবেন। সামি প্রথম টেস্টে চোট পান। তখনই শার্দূল ঠাকুরকে বাকি সিরিজের জন্য নেওয়া হয়েছিল। আর উমেশ যাদব মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন কাফ মাসলে চোট পান। তারপর আর বোলিং করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত বল করার পর নটরাজনকে নেট বোলার হিসেবে রেখে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর এবার একেবারে টেস্ট দলে ঢুকে পড়লেন তিনি। এবার শুধু টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষা।

বাকি দুই টেস্টের জন্য ভারতীয় দল:‌ অজিঙ্কে রাহানে (‌অধিনায়ক)‌, রোহিত শর্মা (‌সহ-অধিনায়ক)‌, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, টি নটরাজন

আরও পড়ুন

Back to top button