Cricket News

সিডনিতে নতুন করে করোনার সংক্রমণ, দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ গোলাপি বলের দিন-রাতের টেস্ট। করোনা পরিস্থিতিতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাইরের পরিস্থিতির ওপরেও নজর রাখতে হচ্ছে।

এর মধ্যেই হটাৎ খবর এসেছে সিডনির উত্তরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। জানা যাচ্ছে ২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা আরও বাড়তে পারে। অস্ট্রেলিয়ার প্রশাসন সেখানকার বেশ কিছু রাজ্য ও অঞ্চল সীমান্তে বিধিনিষেধ জারি করেছে।

সিএ-র অন্তর্বর্তী মুখ্য আধিকারিক নিক হকলি এসইএন রেডিওকে বলেছেন, “আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করেছি, বৈঠকে বসেছি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। করোনা নিয়ে কেউ আতঙ্কিত নই। পুরো গ্রীষ্ম জুড়েই আমাদের প্লেয়ারদের বাবল হাবে রেখেছি। এখন ধৈর্য্য ধরে দেখতে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সরকার অতিমারীর পরিস্থিতি দুর্দান্ত ভাবে সামাল দিয়েছে।”

সিডনি টেস্ট নিয়েও যাবতীয় অনিশ্চয়তা দূর করে দিয়েছেন হকলি। তিনি বলেছেন, “আমার মনে হয় না এসসিজি টেস্ট হওয়া নিয়ে কোনও সন্দেহ আছে। আমাদের বাবল হাব যথাস্থানেই আছে। বিবিএল, ডব্লিউবিবিএল, অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা একদম সুরক্ষাবিধি মেনেই রয়েছে। আমাদের মেডিক্যাল টিম খুব ভাল কাজ করছে। দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগে আছি। ক্রিকেটের নিরাপত্তা নিয়ে চিন্তার কোনও বিষয় নেই।”

 

আরও পড়ুন

Back to top button