এক সপ্তাহ পিছিয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)। ৩ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে টুর্নামেন্টটি শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স খেলতে নামবে হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে।
অস্ট্রেলিয়ান এ লিগের প্রথম দিকের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোবার্ট ও ক্যানবেরা এ দুই ভেন্যুতে। বাকি ম্যাচগুলো হবে কুইন্সল্যান্ড ও অ্যাডিলেডে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোবার্ট হ্যারিকেন্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সের বিপক্ষে। মোট ৮টি দল নিয়ে হবে জনপ্রিয় এই টুর্নামেন্ট। আগামী বছর ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
বিগ ব্যাস লিগ নিয়ে দাভিদ মালান বলেছেন,”অনেক বছর ধরেই বিগ ব্যাশ বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট হিসাবে বিবেচিত হয়ে আসছে, যদিও এর পিছনে অনেক কারণ রয়েছে। এটা এমন একটা টুর্নামেন্ট যার অংশ হিসাবে তুমি থাকতে চাইবে।”
Can't wait to have @dmalan29 on our shores and pulling on the @HurricanesBBL purple! #BBL10 pic.twitter.com/ojPLc7dBwA
— KFC Big Bash League (@BBL) November 6, 2020
এদিকে বিগ ব্যাশ লিগের জন্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল ব্রিসবেন হিটে সই করল। সিডনি থান্ডার্স দলে নিল ইংল্যান্ডের ব্যাটসম্যান স্যাম বিলিংস কে।
