ক্রিকেটের নতুন আম্পায়ার, নাম রোহিত শর্মা

রোহিত শর্মা ভারতের ওপেনিং ব্যাটসম্যান। ওয়ানডে এবং টি-২০ তে ওপেনিংয়ে তার পারফরম্যান্স আর নতুন করে বলার কিছু নেই। তবে এবার টেস্টেও তিনি ভাল ব্যাট করছেন ওপেনিংয়ে। তবে ব্রিসবেন টেস্টে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে খেলার পাশাপাশি বল হাতেও দেখা গেছে তাকে। এই টেস্টে নভদীপ সাইনি চোট পাওয়ায় বল করতে হয়েছে রোহিত শর্মাকে। তবে এবার তাকে আরো এক মজার কাজ করতে দেখা গেল।
এই ম্যাচে ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউ আউট করেন। ওয়ার্নার তখন ৪৮ রানে ব্যাট করছিলেন। ৫০ এর খুব কাছেই ছিলেন। তিনি আউট হওয়ার পর রিভিউ নেন। কিন্তু রিভিউ নিয়ে লাভ হয়নি। তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার। এরপরই শুরু হয় আসল মজা। আম্পায়ার তাকে আউট ঘোষণা করার পর হাত তুলে আউট দেখান। আম্পায়ারের সঙ্গে যোগ দেন রোহিত। তিনিও হাত তুলে দেন। আর এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় মজা করেছেন অনেকে।
Rohit Sharma in this match so far😂😂😂😂
Batsman
Bowler
Wicket keeper
Umpire#AUSvsINDpic.twitter.com/Ddu4YkvIKK— #Thalapathy65 (@mu_kh_esh) January 18, 2021
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে রোহিত শর্মা শুরুটা ভাল করেন। প্রথম ইনিব্যসে ৫০ এর কাছাকাছি এসেও ৪৪ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। যা নিয়ে পরে তিনি নিজের মতামত জানান। তিনি বলেছেন,” , “এটাই আমার স্টাইল। এভাবেই খেলি। যখন শটগুলো লাগে ভাল লাগে। না লাগলে বাজে লাগে। সেটাই হয়েছে। আমি সেট হয়ে গেছিলাম এবং বোলারদের ডমিনেট করতে চাইছিলাম। যেটা আমি সবসময় করি। আমি এভাবেই খেলবো।” অনেকে রোহিতের কথা সমর্থন করলেও অনেকেই তার বিরোধিতা করেছেন।”
প্রথম ইনিংসে ৪৪ করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তার দায়িত্ব আরো বেশি। দ্বিতীয় ইনিংসে রোহিতকে আরো ভাল খেলতে হবে এবং ভারতকে জয়ের দিকে বা ড্র করতে সাহায্য করতে হবে।