Cricket NewsInternational Cricket

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া, সরাসরি কোয়ালিফাই করল এই দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড প্রথম দল হিসাবে কোয়ালিফাই করল। আজ এমনটাই ঘোষণা করল আইসিসি। অস্ট্রেলিয়া তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করার পর এই ঘটনা ঘটে। কোভিড-১৯ এর ভয়ের কারণে তাদের দক্ষিণ আফ্রিকার সাথে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় কোভিড ১৯ এর পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে এই প্রতিযোগিতা বাতিল করা হলো। এর ফলস্বরূপ নিউজিল্যান্ড সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করল এমনটাই জানাচ্ছে আইসিসি।

বিনা ম্যাচে নিউজিল্যান্ড কিভাবে কোয়ালিফাই করল? বিস্তারিত দেখুন। ফেব্রুয়ারি 2, 2021 পরিসংখ্যান হিসাবে, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল 71.7 শতাংশ পয়েন্ট (পিসিটি) সহ শীর্ষে আছে। নিউজিল্যান্ড ৭০ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবং অস্ট্রেলিয়া ৬৯.২ পিসিটি নিয়ে তৃতীয় স্থানে আছে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজ বাতিল করার পর অস্ট্রেলিয়া এখন আর নিউজিল্যান্ডকেঅতিক্রম করার সুযোগ পাবে না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ভারতকে কি করতে হবে?

এটা ভারতের জন্য একটা সরল সমীকরণ। বিরাট কোহলির দল আসন্ন 4 মধ্যে অন্তত 2 ম্যাচ জিততে হবে। তারা এমনকি হোম সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে 2-1 ফলাফলের সঙ্গেও ফাইনালে পৌঁছাতে পারবে। ভারত ডব্লিউটিসি ফাইনালে উঠবে যদি তারা নিম্নলিখিত মার্জিনে ইংল্যান্ড সিরিজ জিততে পারে। 4-0, 3-0, 3-1, 2-0, 2-1।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ইংল্যান্ডের কি করতে হবে?

ভারতের বিরুদ্ধে সিরিজে ইংল্যান্ডকে বড় জয় করতে হবে। জো রুটের দলকে অন্তত 3 ম্যাচ জিততে হবে। নিম্নলিখিত সিরিজের স্কোরলাইনের যে কোন একটি মাধ্যমে ইংল্যান্ড ভারতকে ছাপিয়ে ফাইনালে উঠতে পারবে। 4-0, 3-0, 3-1 ।

এরপরেও অস্ট্রেলিয়া কি ফাইনালে যাওয়ার সুযোগ পাবে?

যদি ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র হয়, তাহলে অস্ট্রেলিয়া ফাইনালে যাবে। ভারত যদি ২টির বেশি ম্যাচ হেরে যায় অথবা ইংল্যান্ড অন্তত ৩টি ম্যাচ জিততে না পারে, তাহলে টিম পেইনের দল ফাইনালের জন্য লর্ডসে যাবে। যদিও এটাই আশা করা যায় যে উপরোক্ত সম্ভাবনার কোনটিই বাস্তবে পরিণত হবে না।

আরও পড়ুন

Back to top button