Cric GossipCricket NewsIndian Cricket Team

রোহিত যেন একাই একশ, ব্যাটিং-বোলিং ছেড়ে এবার কিপিং করলেন রোহিত শর্মা, দেখুন

চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে একদিকে প্রথম টেস্টে গ্লাভস হাতে বেশ ভালো পারফর্ম করলেও ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ঋদ্ধিমান সাহা। অন্যদিকে ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্মে থাকলেও উইকেটের পিছনে বেশ খারাপ পারফরম্যান্স ঋষভ পন্থের। এই অবস্থায় বেশ দোটানায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

আর এখানেই প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনির পর এই গুরুদায়িত্বটি কে নেবেন? ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে উঠলেও এদের দুজনের মধ্যে আরও একজন এসে হাজির হয়েছেন। তিনি হলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা। এতদিন ব্যাট হাতে প্রতিপক্ষকে একেবারে দুরমুশ করে দিতেন রোহিত। চোট সারিয়ে এসে সিডনি টেস্ট ব্যাট হাতে বেশ ভালো খেলেছিলেন রোহিত। আর এই টেস্ট ম্যাচে নিজের বাকি প্রতিভাগুলিকে ঝালিয়ে নিলেন রোহিত। চলতি টেস্টের প্রথম দিন নভদীপ সাইনির চোটের জেরে বল হাতে নেমে পড়েছিলেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় মা বেশ ভাইরাল হয়। আর এদিন সব কিছুকে ছাড়িয় গেলেন হিটম্যান।

ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ওভারের মাঝে ভারতীয় দলের ফিজিও আসেন ঋষভ পন্থকে দেখতে। আর সেই সময় ঋষভের উইকেটকিপিং গ্লাভস হাতে নিয়ে নেন রোহিত শর্মা। এমনকি, সেই গ্লাভস নিয়ে ক্যাচ প্র্যাক্টিসও করেন হিটম্যান। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন

Back to top button