Cricket News

খারাপ কাজ করলেন পেইন, করলেন‌ গাভাসকরকে অপমান, ভারতীয়রা ক্ষুব্ধ

আবার খারাপ কাজ করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই কাজে ভারতীয়রা বেশ ক্ষুব্ধ।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকরকে চরম অসম্মান করলেন টিম পেইন। গাভাসকার কী বলছেন, তার কোনওরকম প্রভাব তাঁর ওপর পড়বে না, এমনই জানালেন তিনি। ভারতের অন্যতম সেরা ওপেনার কিছুদিন আগে পেইনের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গে পেইনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কথা বলাই ওঁর কাজ। সেটা আমাকে প্রভাবিত করে না। উনি যা খুশি তাই বলতে পারেন।'”

অস্ট্রেলিয়ানদের এই আচরণ যদিও নতুন নয়। একাধিকবার নিজেদের অধিনায়কদেরও সমালোচনা করেছেন তাঁরা। বিপক্ষ দলের প্রাক্তন অধিনায়ককে যে খুব সম্মান জানাবেন তাঁরা এমন আশাও করা যায় না। এটা ঘটনা, সিডনিতে পেইনের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাসকার। রবিচন্দ্রন অশ্বিন ব্যাট করার সময় উইকেটের পিছন থেকে তাঁকে বারবার বিরক্ত করতে থাকেন পেইন। সেই নিয়েই পেইনের অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন গাভাসকার। তিনি এমনও বলেন, ‘‌অবাক হব না এই সিরিজ শেষে যদি অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল হয়।’‌ পেইন অবশ্য সিডনি টেস্ট শেষে অশ্বিনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে ভারতীয় দলকে বাক্যবাণে বিদ্ধ করতে ছাড়ছে না অস্ট্রেলিয়া। সেই ব্যক্তি যদি গাভাসকারও হন, তাহলেও যে ছাড় পাবেন না তা দেখাই গেল বৃহস্পতিবার।

শুক্রবার ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টে নামতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল আপাতত ১-১।

আরও পড়ুন

Back to top button