Cricket NewsInternational Cricket

জয়ের কাছে এসেও বড় ব্যবধানে হার পাকিস্তানের

জয়ের জন্য দরকার ১৩৩ রান, হাতে আছে ৬ উইকেট। এই পরিস্থিতিতে ব্যাটিং দলেরই জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু দলটি পাকিস্তান হলে বিষয়টা অন্যরকম হতেই পারে। আর সেটাই হল। কম ব্যবধানে নয়, ১০১ রানের বড় ব্যবধানে ম্যাচটা হারল পাকিস্তান।

৩৭৩ রানের জয়ের লক্ষ্যে ছিল পাকিস্তানের সামনে। ম্যাচের এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ২৪০। তারপরই বিপর্যয় নামে পাকিস্তানের ইনিংসে। ৪ উইকেটে ২৪০ থেকে পাকিস্তান অলআউট হল ২৭১ রানে। মাত্র ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে মহম্মদ রিজওয়ানের দল। এদিকে, এই  জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল কেন উইলিয়ামসনবাহিনী।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৩৯ রান করে অলআউট হয়। আর প্রথম ইনিংসে ৪৩১ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান করে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৩ রান।

জবাবে মাত্র ৭৫ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তুলেন ফাওয়াদ আলম ও অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১৬৫ রানের জুটি। দলীয় রান ২৪০ এ পৌঁছতেই ভেঙে যায় জুটি। ৬০ রান করে সাজঘরে ফিরেন রিজওয়ান। কিছুক্ষণ পর ফিরে যান ১১ বছর পর টেস্টে শতক হাঁকানো ব্যাটসম্যান ফাওয়াদ আলমও (১০২)।

নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট লাভ করেন। প্রথম ইনিংসে ১২৯ ও দ্বিতীয় ইনিংসে ২১ করা কিউই দলপতি কেন উইলিয়ামসন ম্যাচসেরা নির্বাচিত হন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।

আরও পড়ুন

Back to top button