Cricket News

জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা পাকিস্তনের

পাকিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবোয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। ওয়ানডে সিরিজে সবাই দলের সঙ্গে থাকলেও টি-২০ স্কোয়াড থেকে বাদ পড়লেন তিন ক্রিকেটার। জিম্বাবোয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

প্রথম ওয়ানডেতে অর্ধশতরান করা ওপেনার ইমাম-উল হককে টি-২০ জন্য বিবেচনায় রাখেননি নির্বাচকরা। এমনকি সেই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হ্যারিস সোহেলও বাদ পড়েছেন সংক্ষিপ্ত ওভারের ফরম্যাট থেকে। এই দু’জনের সঙ্গে বাদ পড়েছেন ডানহাতি ওপেনার আবিদ আলিও।

আগামীকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাকছে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠেই ৮ ও ১০ তারিখ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজে জিম্বাবোয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। টি-২০ সিরিজে সেই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ জয়ের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

জিম্বাবোয়ের বিপক্ষে পাকিস্তানের টি-২০ দল : 

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ ও জাফর গোহার।

আরও পড়ুন

Back to top button