Cricket News

খেলোয়াড়রা করোনাবিধি ভাঙায় ক্ষমা চাইলেন উইন্ডিজ কোচ

নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনাবিধি ভেঙে অনুশীলনের সুযোগ হারিয়েছে উইন্ডিজ ক্রিকেট দল। খেলোয়াড়দের এই খারাপ কাজের জন্য নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স।

কোয়ারেন্টাইনে থাকলেও উইন্ডিজের খেলোয়াড়দের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছিল নিউজিল্যান্ড। ছোট ছোট গ্রুপে ট্রেনিংয়ের অনুমোদন পেয়েছিল সফরকারী দল। কিন্তু কোভিড প্রটোকল ভেঙে হোটেলের হলরুমে সামাজিক মেলামেশা ও খাবার খেতে দেখা যায়। ভাইরাল হয় একটা ভিডিও। আর সেই কাজের জন্যই বুধবার থেকে অনুশীলনের সুযোগ হারায় তারা।

সফরের ১২তম দিনে তৃতীয় দফায় কোভিড টেস্টে উইন্ডিজ দলের প্রত্যেক সদস্যের করোনা নেগেটিভ নিশ্চিত হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার আইসোলেশন শেষ হবে তাদের। ঠিক এই মুহূর্তে খেলোয়াড়দের আচরণে বিস্মিত সিমন্স। তিনি বলেছেন, “নিউজিল্যান্ডের জনগণ ও সরকারের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে, যারা আমাদের এখানে আসতে দিয়েছে। আমাদের দৃষ্টিতে এটা খুব বিব্রতকর।”

করোনাবিধি ভেঙে চার দিনের জন্য অনুশীলন করতে পারছে না উইন্ডিজ। এতে করে খেলোয়াড়দের ফিটনেস হারানোর শঙ্কায় সিমন্স। ২০ নভেম্বর কুইন্সটাউনে দুটি ওয়ার্ম আপ ম্যাচের দিকে তাকিয়ে তিনি।

আরও পড়ুন

Back to top button