Cricket News

কোহলির অভাবে চাপে থাকবে ভারত বললেন পন্টিং

অধিনায়ক বিরাট কোহলি মাত্ৰ ১টি টেস্ট খেলেই  দেশে ফেরায় টেস্ট সিরিজে বাড়তি চাপে থাকবে ভারত। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার কাছে থাকতে চান বলে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন ভারত অধিনায়ক। তার অনুপস্থিতি সিরিজের বাকি ৩ টেস্টে ভারতীয় দলকে চাপে রাখবে বলে জানিয়েছেন পন্টিং।

অস্ট্রেলিয়ার সফলতম এই অধিনায়ক বলছেন , “কোহলিকে ছাড়া তিনটি টেস্ট খেলবে ভারত। তার ব্যাটিং ও নেতৃত্ব ছাড়াই খেলতে হবে। সেটা ভারতীয় দলের নানা ক্রিকেটারকে মারাত্মক চাপে ফেলবে। অজিঙ্কা রাহানে অধিনায়কত্বের দায়িত্ব পেলে তার ওপর বাড়তি চাপ পড়বে। আবার একই সঙ্গে গুরুত্বপূর্ণ ৪ নম্বর জায়গায় ব্যাট করার মতো কাউকে খুঁজতে হবে ভারতকে। আমার মনে হয় না তারা স্বচ্ছ ভাবনাচিন্তা করে নামতে পারবে। কে ওপেন করবে? কোহলি চলে গেলে ৪ নম্বরেই বা কে খেলবে?”

গোলাপি বলের দিবা-রাত্রির ম্যাচ দিয়ে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। পন্টিংয়ের মতে, ভারতীয় দলের বোলিং বিভাগ নিয়েও অনেক প্রশ্ন আছে। তিনি বলেছেন, “মহম্মদ শামি, যশপ্রীত বুমরার সঙ্গে কে খেলবে? ইশান্ত শর্মা, নাকি উমেশ যাদব, নাকি নবদীপ সাইনি বা মোহাম্মদ সিরাজের মতো নতুন কেউ? স্পিনার হিসেবেই বা কে খেলবে? ভারতের স্কোয়াডে বেশ কয়েকজন স্পিনার আছে। গোলাপি বলের টেস্টে কে খেলবে, সেটা তাদেরকেই বেছে নিতে হবে।”

গত সফরে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত। এবারও কি সেরকম কিছু হতে পারে? পন্টিং কিন্তু অতীত ইতিহাসকে পাত্তা দিতে রাজি নন, “হ্যাঁ, গতবার ভারত সত্যিই ভালো খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার টপ অর্ডারে তখন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ছিল না। যে কোনো দলের জন্যই এটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়।”

আরও পড়ুন

Back to top button