ম্যাক্সওয়েলের দলে খেলবেন পুরান

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একই দল অর্থাৎ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও উইন্ডিজের নিকোলাস পুরান। কিংস ইলেভেন পাঞ্জাবের এই দুই সতীর্থের আবারও দেখা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টারসের হয়ে খেলবেন পুরান।
পুরানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মেলবোর্ন স্টারস।
One of the brightest young prospects in T20 cricket 🌴
Nicholas Pooran joins #TeamGreen 💚
— Melbourne Stars (@StarsBBL) November 11, 2020
পাকিস্তানের জাতীয় দলে ডাক পাওয়ায় হারিস রউফতে পাচ্ছে না মেলবোর্ন। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিগ ব্যাশ লিগের আসর।
আবারও ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন পুরান। তিনি এই প্রসঙ্গে বলেন, “মেলবোর্ন খুবই শক্তিশালী দল। কয়েকটি ম্যাচের জন্য এই দলের অংশ হতে পারব ভেবে আনন্দ লাগছে। ম্যাক্সওয়েলের কাছে অনেক ভাল কিছু শুনেছি। বিগ ব্যাশ খেলার জন্য তাই মুখিয়ে আছি।”
এদিকে পুরানকে দলে পেয়ে উচ্ছ্বসিত দলের কোচ ডেভিড হাসিও।
Big wraps from the coach on our newest recruit Nicholas Pooran! 💚 #TeamGreen pic.twitter.com/jxWOnLH63b
— Melbourne Stars (@StarsBBL) November 12, 2020
মেলবোর্ন স্টার্সের দল :
জনি বেয়ারস্টো , হিলটন কার্টরাইট, নাথান কাউল্টার নাইল, বেন ডাঙ্ক, সেব গচ, ক্লিন্ট হিঞ্চলিফ, নিক ম্যাডিনসন, গ্লেন ম্যাক্সওয়েল, জনো মেরলো, ল্যান্স মরিস, টম ও’কনেল,নিকোলাস পুরান, উইল পুকোভস্কি, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।