Cricket News

দেখে নিন তৃতীয় ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

অস্ট্রেলিয়ার মাঠে সিডিনিতে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৬৬ ও ৫১ রানে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে ভারত। আগামীকাল ক্যানবেরায় সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটা তাই নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার লক্ষ্য ক্যানবেরায় শেষ ম্যাচেও জিতে ভারতকে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে এই মাঠেই ৪ তারিখ থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজের আগে শেষ ওয়ানডে ম্যাচ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।

বাকী ম্যাচ দুটোর মতো এই ম্যাচটাও ভারতীয় সময় সকাল ৯.১০ এ শুরু হবে। চোটের জন্য শেষ ওয়ানডে এমনকি টি-২০ সিরিজেও খেলবেন না অজি তারকা ডেভিড ওয়ার্নার। আর প্যাট কামিন্সকে শেষ ওয়ানডে ও টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্নার না থাকায় ওপেন করবেন মার্নাস লাবুশেন। চার নম্বরে ক্যামেরন গ্রিন বা ম্যাথিউ ওয়েডকে খেলতে দেখা যাবে। প্যাট কামিন্সের জায়গায় প্রথম একাদশে খেলবেন শন অ্যাবট।

ভারতের প্রথম একাদশে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নবদীপ সাইনির জায়গায় টি-নটরাজনের আন্তর্জাতিক অভিষেক হতে পারে।

দেখে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ : 

ভারত: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, টি-নটরাজন/নবদীপ সাইনি, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন/ম্যাথিউ ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, মোয়েস হেনরিকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আরও পড়ুন

Back to top button