Cricket NewsIndian Cricket TeamInternational Cricket

ভুল শট খেলে আউট পূজারা, রাহানে, পন্থ, মায়াঙ্ক, চাপে ভারত

ঋষভ পন্থ। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের অসাধারণ ইনিংস খেলার আগে পর্যন্ত এবারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তার ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছিল। অহেতুক ভুল শট খেলে আউট হয়ে যাচ্ছিলেন। কিন্ত ৯৭ রানের ইনিংস খেলে সব সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি। তবে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে আবার পন্থের সেই ভুল শট খেলা। যার জন্য শুরুটা ভাল করেও আউট হলেন তিনি।

২৯ বলে ২৩ রান করে জশ হ্যাজেলউডের বলে ক্রিস গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অসাধারণ একটি ক্যাচ ধরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হন তিনি।

তবে এদিন পন্থের একার দোষ নয়। চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে, মায়াঙ্ক আগারওয়াল সবাই শুরুটা ভাল করে উইকেট দিয়ে আসেন। ৯৪ বল খেলার পরেও ২৫ রান করে আউট হন পূজারা। অধিনায়ক রাহানে করলেন ৯৩ বলে ৩৭ রান। মায়াঙ্ক আগারওয়াল ৭৫ বলে ৩৮ করে আউট হন। ভারতীয় ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনের মত শট খেলে আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে ভালই। যদিও ভারতের জন্য খুশির খবর সপ্তম উইকেটে লড়াই করছেন শার্দুল ঠাকুর টেস্ট অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর। এখন দেখার ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে কত রান করতে পারে।

আরও পড়ুন

Back to top button