Cricket News

প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক কুইন্টন ডি কক

২০২০-২১ মরশুমের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে কুইন্টন ডি ককের নাম ঘোষণা করল ক্রিকেট সাউথ আফ্রিকা। ডি কক গত মরশুমে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলের অধিনায়ক নির্বাচিত হন। তখন তাকে সম্ভাব্য টেস্ট অধিনায়ক বানানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ।

গত এপ্রিলে স্মিথ বলেছিলেন, টেস্ট অধিনায়কের দায়িত্ব ডি কককে বাড়তি চাপে ফেলতে পারে। কারণ সাদা বলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উইকেটরক্ষক ও ব্যাটিংয়েও দায়িত্ব পালন করতে হয় তাকে। তবে নির্বাচক দলের নতুন আহবায়ক ভিক্টর এমপিটস্যাং বলেছেন, স্থায়ী দায়িত্বে কাউকে বসানোর আগে এক মরশুমের জন্য এই ভূমিকাতে খুশি আছেন ডি কক।

এই মরশুমে তিনটি টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর। এরপর পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। এরপর তারা টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যার সূচি এখনো চুড়ান্ত হয়নি।

এমপিটস্যাং বলেছেন, “ভবিষ্যতের জন্য সেরা সিদ্ধান্ত গ্রহণের অংশ হিসেবে এই সিদ্ধান্তে জাতীয় নির্বাচক প্যানেল হিসেবে আমরা সন্তুষ্ট। আগামী মৌসুমেও একই ভুমিকা রাখার সুযোগ পেয়ে ডি ককও খুশি। অধিনায়ক হিসেবে ভারসাম্যপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি সম্পূর্ণভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি।”

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে যুক্ত হয়েছে ৪টি নতুন মুখ। রা হলেন ব্যাটসম্যান সারেলে এরভি, কিগান পিটারসেন, কাইল ভারেওয়েন ও পেস বোলার গ্লেন্টন স্টুরম্যান। এছাড়া দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন অল-রাউন্ডার উইয়ান মুল্ডার।

সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত চলা  প্রথম টেস্ট দলের জন্য অবশ্য বিবেচিত হননি দলের শীর্ষ পেস বোলার ক্যাগিসো রাবাদা ও ডোয়াইন প্রিটোরিয়াস। তারা চোট থেকে মুক্তির জন্য পুনর্বাসনে রয়েছেন। তবে এমপিটস্যাং বলেছেন, দুই জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগে সুস্থ হয়ে উঠলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি জোহানেসবার্গে।

আরও পড়ুন

Back to top button