Cricket News

বক্সিং ডে টেস্টের দলে সুযোগ পেলেন না রাহুল, পৃথ্বী’র জায়গায় দলে শুভমান গিল

উইকেটরক্ষক পন্থ, তৃতীয় পেস বোলার সিরাজ, দলে এলেন জাদেজা

আগামীকাল থেকে মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট। এই বক্সিং ডে টেস্টের দল ঘোষণা করল ভারতীয় দল। দল থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা এবং পৃথ্বী শ। দলে অভিষেক ঘটতে চলেছে ওপেনার শুভমান গিল এবং পেস বোলার মহম্মদ সিরাজের।

শনিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা। তাঁর জায়গায় দলে এলেন ঋষভ পান্থ। এদিকে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন পৃথ্বী শ। প্রথম টেস্টে ব‍্যর্থতার কারণে দলে রাখা হল না তাকে। পৃথ্বী র জায়গায় দলে এলেন শুভমন গিল। মায়াঙ্কের সঙ্গে ওপেন করবেন তিনি। তবে অবাক করার বিষয় দলে জায়গা হল না কে এল রাহুলেরও।

বক্সিং ডে টেস্টে অভিষেক ঘটতে চলেছে আরেক ক্রিকেটার মহম্মদ সিরাজের। দ্বিতীয় টেস্টে তিন পেসারে মাঠে নামবে ভারত। যশপ্রীত বুমরাহ, উমেশ যাদবের সঙ্গে তৃতীয় পেসার হলেন সিরাজ।

দ্বিতীয় টেস্টের দল: মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, উমেশ যাদব, যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

আরও পড়ুন

Back to top button