Cricket News

খুব খুশি ঋষভ পন্থ , বৌদিকে এটা বললেন এই ভারতীয় উইকেটরক্ষক

চোখের সামনে স্বপ্নের নায়কদের দেখতে পেলে অনেকে অনেক কিছুই করেন। অনেকেই সেলফি তোলেন, আবার অনেকে খুশিতে সেলফি তুলতেই ভুলে যান। কিন্তু এবার এমন একটা কাজ করলেন একজন ভক্ত যেটা দেখে অনেকেই অবাক হয়ে যাবেন। সেই ভক্ত প্রিয় ক্রিকেটারদের লাঞ্চের বিল দিয়ে দিলেন। অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনাই ঘটেছে।

রোহিত, ঋষভ, নভদীপ, শুভমানরা মেলবোর্নের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেই নভলদীপ সিং নামের এক ভক্ত তাঁদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে, সকলের লাঞ্চের বিল মিটিয়ে দেন! বারণ করলেও শোনেননি তিনি।উল্টে রোহিতদের ভারতীয় মুদ্রায় সাড়ে ছ’হাজার টাকার লাঞ্চ বিল নিজে দেন!

পরে সেই ভারতীয় সমর্থক টুইটারে নিজের অভিজ্ঞতারও বর্ণনা দেন। নভলদীপ জানান, অন্যান্য ভক্তদের মতোই তিনি প্রথমে রোহিত-ঋষভদের দেখে চমকে যান। তারপরই তাঁদের একটি ভিডিও তোলেন। এরপর নিজেই রোহিক-পন্থদের লাঞ্চের বিলও দিয়ে দেন। যা ১১৮ অস্ট্রেলিয়ান ডলার অর্থাত্‍, ভারতীয় মুদ্রায় ৬৬৮৩ টাকা।

এরপরই রোহিতরা জানতে পারেন, সেই ভক্ত তাঁদের লাঞ্চ বিলও দিচ্ছেন। রোহিত জানামাত্রই সেই ভক্তকে গিয়ে বলেন, এরকম উচিত নয়। তিনি যেন টাকাটি নিয়ে নেন। ঋষভ আবার মজা করে নভলদীপকে বলেন যে, “তিনি বিলের টাকাটি নিলেই সবাই সেলফি তুলবেন।” কিন্তু কিছুতেই কোনও লাভ হয়নি।

শেষে নভলদীপকে জড়িয়ে ধরেন ঋষভ। রেস্তোরাঁয় নভলদীপের স্ত্রীও ছিলেন। দু’জনের সঙ্গেই এরপর ছবি তোলেন ভারতীয় ক্রিকেটাররা। এবং শেষে ঋষভ মজা করে নভলদীপের স্ত্রীকে বলেও যান, “আমাদের লাঞ্চ খাওয়ানোর জন্য ধন্যবাদ বৌদি।”

আরও পড়ুন

Back to top button