টেস্ট দলে রোহিত, বরুণ চক্রবর্তীর জায়গায় সুযোগ পেলেন নটরাজন

আগামীকাল আইপিএলের ফাইনালে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে ফাইনাল ম্যাচে নামার আগেই ভালো খবর এলো রোহিত শর্মার জন্য। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্তি ঘটলো রোহিত শর্মার। তাই ফাইনালে আরো ভাল খেলতে পারবেন হিটম্যান।
আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান রোহিত শর্মা। যার কারণে চারটি আইপিএল ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল হিটম্যানকে। আর সেই জন্যই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তিনটি ফরম্যাটেই জায়গা করে নিতে পারেননি তিনি। বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছিল ভারতীয় দলে সুযোগ পেতে হলে রোহিত শর্মাকে জাতীয় দলের ফিজিওর কাছে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে এবার আর কোন কিছুরই প্রয়োজন পড়লো না রোহিতের। সরাসরি ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্তি ঘটলো রোহিতের।
এছাড়াও চোট পাওয়ার কারণে বরুণ চক্রবর্তীর পরিবর্তে দলে নেওয়া হল এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা এন নটরাজনকে।
Updates – India’s Tour of Australia
The All-India Senior Selection Committee met on Sunday to pick certain replacements after receiving injury reports and updates from the BCCI Medical Team.
More details here – https://t.co/8BSt2vCaXt #AUSvIND pic.twitter.com/Ge0x7bCRBU
— BCCI (@BCCI) November 9, 2020
এদিকে পিতৃত্বকালীন ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআইয়ের তরফে বিরাট কোহলির সেই ছুটি মঞ্জুর করা হয়েছে অর্থাত্ প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহলি।