ভবিষ্যতে বড় ক্রিকেটার হতে এই নবাগত, প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা

অস্ট্রলিয়া সফরে ওয়ানডে অভিষেক, তারপর টি-২০ এবং বর্তমানে ব্রিসবেনে চতুর্থ টেস্টে টেস্ট অভিষেকটাও হয়ে গেল ভারতের পেস বোলার টি নটরাজনের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ২৪.২ ওভারে ৭৮ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। যার মধ্যে রয়েছে মার্নাস লাবুশেন ও ম্যাথিউ ওয়েড এই দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
এই ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে ভারতের অন্যতম সেরা বোলার হতে পারেন তিনি বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। এবার নটরাজনের প্রশংসা করলেন ভারতীয় ওপেনার তথা বর্তমানে দলের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা।
নটরাজনকে নিয়ে রোহিত শর্মা বলেছেন, “নটরাজন আমাদের কাছে একজন উজ্জ্বল প্রতিভা, ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে ও বেশ ভালো শৃঙ্খলা দেখিয়েছে। একটি ভালো আইপিএল মরশুম সেরে সেরে এসেছে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে খেলেছে। আর তারপর এমন একটি টেস্ট ম্যাচ আসা, যেখানে ও নিজের প্রথম স্পেলে বেশ সঠিক জায়গায় বল করছিল। এমন একজন যে নিজের প্রথম টেস্ট খেলছে। আমরা বলতেই পারি যে ও বুঝতে পারছেন যে ভালো বোলিং করছেন। নটরাজন সেটিই করছেন যা ওর থেকে আমরা প্রত্যাশা করেছিলাম এবং আমার মনে হয় ও একজন দারুণ প্রতিভা হবে আমাদের জন্য।”