Cricket News

শোকস্তব্ধ শচীন, কার মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি

লেগ-স্পিনার পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার চাওলার প্রয়াণে কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর শোকস্তব্ধ। সোমবার করোনা জটিলতার কারণে পীযূষের বাবা মারা যান। এটা মেনে নিতে পারছেন না তেন্ডুলকর।

পীযূষ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন মাস্টার ব্লাস্টার। “পীযূষের বাবার মৃত্যুর খবর জেনে শোকস্তব্ধ। তাঁর আত্মা শান্তিতে থাকুক। পীযূষএবং তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা করছি যে ঈশ্বর যেন তাদের এই ক্ষতি সহ্য করার জন্য সমস্ত শক্তি দেন।

নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে মর্মান্তিক সংবাদ দেন পীযূষ। তিনি আইপিএলে ১৫৬ উইকেট নিয়েছেন এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে ২০২০ মৌসুম খেলেছেন। এই বছরের ফেব্রুয়ারিতে আইপিএল নিলামের সময় মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছিল। রবিবার রাজস্থান রয়্যালসের তরুণ ফাস্ট বোলার চেতন সাকারিয়াও করোনার কারণে তার বাবাকে হারিয়েছেন বলে। ভারতের অলরাউন্ডার বেদা কৃষ্ণমূর্তি গত সপ্তাহে তার বোনকে হারিয়েছেন। বেঙ্গালুরুভিত্তিক এই ক্রিকেটারের মা এপ্রিলে করোনার কারণে মারা গিয়েছিলেন।

আরও পড়ুন

Back to top button