দেখুন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটার অবসর নিলেন

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে তার আইপিএলের অভিষেক হয়েছিল। সেই সিএসকের হয়েই ২০১০ সালে শেষ আইপিএল ম্যাচ খেলেন তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্সের সুবাদে তিনি ভারতীয় দলেও জায়গা করে নেন। তার নাম সুদীপ ত্যাগী। সুদীপ ত্যাগী ইন্ডিয়ার জার্সি গায়ে ৪টি ওয়ানডে ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলেছেন। টি-২০ তে কোনো উইকেট না পেলেও ৪টি ওয়ানডে খেলে তিনটি উইকেট সংগ্রহ করেন এই পেস বোলার।
সুদীপের বয়স এখন ৩৩ বছর। নিজের টুইটার মারফত এই অবসরের কথাটি ঘোষণা করেন তিনি। টুইটারে তিনি একটি নোট লেখেন যেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
This is the most difficult decision i ever made , to say goodbye to my dream . #sudeeptyagi #teamindia #indiancricket #indiancricketer #bcci #dreamteam #ipl pic.twitter.com/tN3EzQy9lM
— Sudeep Tyagi (@sudeeptyagi005) November 17, 2020
সুদীপ ত্যাগী ওই নোটে লেখেন, “প্রত্যেক খেলোয়াড়ের একজন খেলোয়াড় হিসেবে দেশের হয়ে খেলার স্বপ্ন থাকে। আমি তা পেয়েছি। আমি মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানাতে চাইব, যার অধিনায়কত্বে আমি নিজের প্রথম ওয়ানডে খেলেছিলাম। আমি নিজের রোল মডেল মহম্মদ কাইফ, সুরেশ রায়না আর আরপি সিংকেও ধন্যবাদ জানাতে চাইব। এটা মুশকিল সিদ্ধান্ত কিন্তু এগিয়ে যাওয়ার জন্য আমাদের এটা যেতে দিতে হয়।”