Cricket News

দেখুন বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় কী করছেন

অস্ট্রেলিয়া বাইশ গজে লড়াইয়ে নামার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে প্রথমবার কোভিড-১৯ টেস্টে পাশ করার পর অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। কেউ জিমে ঘাম ঝড়াচ্ছেন, কেউ আবার নেটে অনুশীলনে ব্যস্ত।

তবে অস্ট্রেলিয়া সফর শুরুর আগে খোশমেজাজে দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে। মঙ্গলবার সকালে টুইটারে সেলফি পোস্ট করেন ভারত অধিনায়ক। তাতে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজে মজে রয়েছেন বিরাট। টি-শার্ট ও মুখে হাসি দেওয়া ছবি পোস্ট করেন কোহলি। যার ক্যাপশনে লেখা, ‘Quarantine diaries.Un-ironed T-shirt,comfortable couch and a good series to watch.’

বিকালে আবার টেস্ট সিরিজের জন্য অনুশীলন করতে দেখা যায় টিম ইন্ডিয়ার অধিনায়ককে। অনুশীলনের একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লেখেন,”টেস্ট ক্রিকেটের জন্য অনুশীলন করতে ভালবাসি।”

এদিকে বিসিসিআই তাদের টুইটারে সঞ্জু স্যামসনের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও এবং মহম্মদ শামির বোলিং ভিডিও পোস্ট করেছে।

ভিডিও দেখে বোঝাই যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অস্ট্রেলিয়া বধের জন্য নিজেদের কতটা ভালভাবে প্রস্তুত করছে।

 

আরও পড়ুন

Back to top button