Cricket News

দেখুন রাহানে প্রসঙ্গে কী বললেন বিরাট

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ৪ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। এরপর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন ভারত অধিনায়ক। কারন স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। সেই কারনেই প্রথম ম‍্যাচের পর দেশে ফিরে আসবেন। বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। বিরাট চাইবেন তার নেতৃত্বে ভারত যেন প্রথম টেস্টে জয় পায়। এদিকে বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানে দলকে সঠিক নেতৃত্ব দেবেন বলে মনে করছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

রাহানে প্রসঙ্গে ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে কোহলি বলেন,” বহুদিন ধরেই আমার এবং রাহানের মধ‍্যে বোঝাপড়া খুবই ভাল। আমরা একে-অপরকে বিশ্বাস করি। ও আমাদের দলের শক্তি-দুর্বলতা সম্পর্কে সমস্তটাই জানে।”

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে ওপেনার হিসাবে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে মাঠে নামবেন পৃথ্বী শ। অপরদিকে তৃতীয় পেসার হিসাবে দলে যোগ দিচ্ছেন উমেশ যাদব। এই দল নিয়েও আশাবাদী অধিনায়ক বিরাট কোহলি।

 

আরও পড়ুন

Back to top button