Cricket News

দেখুন কালকের ম্যাচে কী কী রেকর্ড হতে পারে

আগামীকাল অধিনায়ক বিরাট কোহলি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নামবেন, তখন তার সামনে থাকবে একাধিক রেকর্ড গড়ার সুযোগ। একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বিরাট কোহলি এই সিরিজেই ছুঁয়ে ফেলতে পারেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। টপকে যাওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংকেও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শচীনের ঝুলিতে রয়েছে ৯টি শতরান। বিরাটের ইতিমধ্যেই ৮টি শতরান হয়ে গেছে। এই সিরিজে একটি শতরান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন মাস্টার ব্লাস্টারকে। অজিদের বিরুদ্ধে শচীন খেলেছিলেন ৭০টি ইনিংস, বিরাট খেলেছেন মাত্র ৩৮টি।

এই সিরিজে যেমন বিরাট একটি শতরান করলেই শচীনকে ছুঁয়ে ফেলতে পারবেন, তেমনই অধিনায়ক হিসেবে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তার কাছে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অধিনায়ক হিসেবে পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ৪১টি শতরান। সমসংখ্যক শতরান করে ফেলেছেন বিরাটও। একটি শতরান করলেই তিনি হয়ে যাবেন ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি শতরানের মালিক।

বিরাট কোহলি ছাড়া এই ম্যাচে আরো অনেক রেকর্ড হতে পারে। পেস বোলার মহম্মদ শামি যদি এই ম্যাচে ৬ উইকেট হাসিল করেন তো তিনি ভারতের হয়ে ১৫০টি উইকেট নেওয়া ১৪তম বোলার হয়ে যাবেন। আর তিনি যদি এই ম্যাচে চার উইকেট হল হাসিল করেন তো তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি ১০ বার চার উইকেট হাসিল করা প্রাক্তন জোরে বোলার অজিত আগরকরকে ছুঁয়ে ফেলবেন। অ্যারন ফিঞ্চ যদি এই ম্যাচে ১৭ রান করতে পারেন তো তিনি অস্ট্রেলিয়ার হয়ে নিজের ৫০০০ রান পূর্ণ করে ফেলবেন। এটা করতে পারলে তিনি অস্ট্রেলিয়ার ১৬তম খেলোয়াড় হবেন যিনি ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করলেন।

আরও পড়ুন

Back to top button