ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খিল্লি শেহবাগের

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এবারের নির্বাচনের প্রভাব সারা বিশ্বেই টের পাওয়া যাচ্ছে। ক্রীড়াঙ্গনও তার বাইরে নয়। ক্রীড়াঙ্গনের কেউ সমর্থন দিয়েছেন ট্রাম্পকে, আবার কেউ বাইডেনকে। তবে যারা সমর্থন করেননি ট্রাম্পকে তাঁরা ট্রাম্পকে নিয়ে যথেষ্ট মজা করেছেন। তার মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র শেহবাগ। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ আবার ট্রাম্পবিরোধী। ট্রাম্পের ছবি পোস্ট করে শেবাগ লিখেছেন, ‘আমাদেরটা এখনো একই আছে। চাচার কমেডি অনেক মিস করব!’
Apne waale same hi hain.
Will miss Chacha ki Comedy. #USElection2020 pic.twitter.com/yHiOKjMzuR
— Virender Sehwag (@virendersehwag) November 7, 2020
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও ট্রাম্পের পরাজয়ে বেজায় খুশি।
Has @Twitter DELETED, @realDonaldTrump’s account yet?!
RT!!!!!!!!!!!!!!!
— Kevin Pietersen🦏 (@KP24) November 7, 2020
তিনি লিখেছেন, ‘টুইটার এখনো ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট মুছে দিয়েছে কী?’