অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রানের পার্টনারশিপ শার্দুল-সুন্দরের, এই রেকর্ড গড়লেন তারা

টেস্টে ভারতের স্কোর ১৮৬/৬ থেকে ৩০৯/৭। ঘরের মাঠে খেলা হলে এরকম স্কোর হতেই পারে। কিন্তু এই স্কোরটা হল অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বায়। ১৮৬ রানে ৬ উইকেট পরে যাওয়ার পর দ্বিতীয় টেস্ট খেলা শার্দুল ঠাকুর এবিং প্রথম টেস্ট খেলা ওয়াশিংটন সুন্দর মিলে অস্ট্রেলিয়ার আগুণে বোলিং আক্রমণ সামলে করলেন ১২৩ রানের লড়াকু অনবদ্য পার্টনারশিপ। আর এই পার্টনারশিপ করে অসাধারণ একটা রেকর্ড করেছেন এই দুজন। যা ভারতের ইতিহাসে প্রথম।
১২৩ রানের পার্টনারশিপ গড়ে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিদের গড়া নজিরও টপকে গিয়েছেন ঠাকুর-সুন্দর। কারণ, টেস্ট ক্রিকেটের ইতিহাসের ব্রিসবেনের মাঠে ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন শার্দুল-সুন্দর। এর আগে এই রেকর্ড ছিল কপিল দেব ও মনোজ প্রভাকর জুটির। ১৯৯১ সালে কপিল দেব ও মনোজ প্রভাকর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সপ্তম উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ করেন। এতদিন পর্যন্ত এটাই ছিল ব্রিসবেনে সপ্তম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন এরা দুজন।
টিম পেইনের দলের বিরুদ্ধে শার্দুল ঠাকুর করেন ১১৫ বলে ৬৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারির সাহায্যে। আর ১৪৪ বলে ৭টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন ওয়াশিংটন সুন্দর। তাদের এই পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটাররা টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
First Thakur now Sundar reaching 50, what a spirited partnership from these two. Australia have spent too long waiting for it to happen! #AUSvIND
— Tom Moody (@TomMoodyCricket) January 17, 2021
Gabba the Dhaba for these two guys.
Brilliant from Sundar and Thakur. pic.twitter.com/NouAYYFyN4
— Virender Sehwag (@virendersehwag) January 17, 2021