ন্যাথান লিওর বলে ৬ মেরে ৫০ করলেন শার্দুল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা

জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ব্রিসবেনে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। এটা তার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর দ্বিতীয় টেস্টেই নজর কাড়লেন তিনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩ উইকেট সংগ্রহ করেছিলেন। তার বোলিং নিয়ে অনেক প্রশংসা হয়েছিল। আবার সকলের মন জয় করলেন দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে। ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারির সাহায্যে তিনি ৬৭ রানের সুন্দর ইনিংসই খেললেন না ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১২৩ রানের একটা পার্টনারশিপও করলেন। ব্রিসবেন তৈরি হল রেকর্ড।
ঠাকুরের ৬৭ রানের ইনিংস তার টেস্ট প্রথম টেস্ট ৫০। আর কীর্তিটা তিনি গড়লেন দ্বিতীয় টেস্ট ম্যাচেই। শুধু তাই নয়, তিনি এদিন ৫০ রান করলেন ৬ মেরে। আর ছয়টা মারলেন শততম টেস্ট ম্যাচ খেলা ন্যাথান লিওর বলে।
ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে এই ছয় তার। শার্দুলের এই ছয় মুগধ করেছে নেটিজেনদের। শেষপর্যন্ত তিনি আউট হন ১১৫ বলে ৬৭ রান করে। মারেন ৭টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারি। প্যাট কামিন্সের দুরন্ত একটা ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় শার্দুলকে।
Reaching fifty in his style, Shardul Thakur is bossing in Australia. pic.twitter.com/Gv9nGOXeyM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 17, 2021