শিবম দুবে এই কাজটা করে ট্রোলড হলেন

করোনা আবহে পরিবেশ বাঁচাতে শব্দ ও আতসবাজি নিষিদ্ধ করেছে আদালত। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায় সকলকে দীপাবলির শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি আর্জি জানিয়েছিলেন যে, আতসবাজি না পুড়িয়ে প্রদীপ জ্বেলে ও মিষ্টিমুখ করে দীপাবলি পালন করতে।
পরিবেশ রক্ষা করার জন্য কোহলির সেই বার্তা সত্ত্বেও আতসবাজি পোড়ালেন শিবম দুবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সদ্যসমাপ্ত আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করা ক্রিকেটার আতসবাজি পোড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
Wishing everyone a very happy Diwali & a prosperous new year ahead… pic.twitter.com/g0lZPzfJlY
— Shivam Dube (@IamShivamDube) November 14, 2020
আর তারপরই তাঁকে ট্রোল করা শুরু হয়েছে। অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন, তুমি কি আরসিবি ছাড়ছো! যে প্রশ্নের ভেতর প্রচ্ছন্ন খোঁচা, কোহলির আবেদন সত্ত্বেও বাজি পুড়িয়ে আরসিবি অধিনায়কের বিরক্তির কারণ হতে পারেন শিবম। নেটিজেনদের কেউ কেউ খোঁচা দিয়েছেন, বিরাটের কথা না শুনে আন্তর্জাতিক কেরিয়ারকেই বিপন্ন করে তুললেন শিবম। কেউ কেউ খোঁচা দিয়েছেন, এই জন্যই আরসিবি আইপিএল ট্রফি পায় না। কারণ কেউ অধিনায়কের কথা শোনে না।
Don't post all these bruhh.
If Anushka sees this then Kohli will kick you out of the team.
Bdw #HappyDiwali— Bhargav (@itsBhargavK) November 14, 2020